রাজধানীর উত্তর বাসাবো এলাকায় দুই ভাই-বোনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের নাম আবরার ও তাহিয়া।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর বাসাবোর ১৫৭/২ নাম্বার বাসা থেকে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। ঘটনার পর থেকে মা তানজির রহমান নিখোঁজ।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক নওশের আহমেদ ব্রেকিংনিউজকে জানান, উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি সাততলা ভবনের ছাদের বাসা থেকে শুক্রবার রাত ১০টার দিকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, এই দুই শিশুর বাবা মাহবুবুর রহমান এশার নামাজ পড়তে বাইরে বের হয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে শোয়ার ঘরে ছেলে মাশরাফি বিন মাহবুব আবরারের এবং অপর ঘরে মেয়ে হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার লাশ দেখতে পান। সন্তানের মা তানজির রহমানকে বাসায় পাননি মাহবুবুর রহমান। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান
নিহতদের ফুপু লায়লা নূর বলেন, “আমার ভাই মাহবুবুর রহমান ওয়াসার কম্পিউটার অপারেটর ভাবি তানজীন রহমান দীর্ঘ দিন ধরে মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা চলছিল।”