চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো.হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার শুকলালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন বাস যাত্রী ।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ওসি ছালেহ আহমদ পাঠান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
দুর্ঘটনায় আরও ৫/৬ আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে দুইজন বাসের যাত্রী। একজন চালকের সহকারী। তার অবস্থা আশঙ্কাজনক।