চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় রিপন দে (১৮) নামে গ্যারেজ শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত রিপন ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের ইত্তর হিন্দু পাড়ার বাসিন্দা গণেশ দে’র ছেলে।
আজ রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
শনিবার রাতে উপজেলার বারমাসিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ভূজপুর থানার এসআই হেলাল উদ্দিন সরকার জানান, রিপন দে বৈদ্যেরহাটে একটি সিএনজি টেক্সি গ্যাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার রাতে বাড়ি যাওয়ার জন্য সাইকেল নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বাড়ি না পৌঁছায় আজ রবিবারভোরে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা।
বৈদ্যেরহাটের পশ্চিম পাশে বারমাসিয়া চা বাগান সড়কের পাশে তার মরদেহ দেখতে পায়। তার বুকে ছুরির আঘাত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।