চট্টগ্রামে উত্তর বন বিভাগ আয়োজিত ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলায় ৫৮ লাখ টাকার বিভিন্ন বৃক্ষের চারা বিক্রি হয়েছে। এই সময় বিক্রিত চারার সংখ্যাস ৬২ হাজার ১১৯টি। রোববার বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠানে এসব তথ্য জানান চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় এই বৃক্ষ মেলায় সর্বমোট ৩৮টি স্টলে বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা বিক্রি হয়। এর মধ্যে নার্সারীর অংশগ্রহন করে ১৪টি। প্রায় এক থেকে দেড় লক্ষাধীক ক্রেতা দর্শক মেলা পরিদর্শন করেন।
১৫ দিন ব্যাপী এই মেলায় এবার শ্রেষ্ঠ স্টলের পুরস্কার পেয়েছে বাহাদুর নার্সারী, দ্বিতীয় স্থান অর্জন করেছে কসমো নার্সারী এবং যৌথভাবে তৃতীয় হয়েছে বাংলাদেশ নার্সারী এবং পুষ্প নার্সারী।