চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা ওর্য়ালেস এলাকায় আগুন লেগে শতাধিক বস্তি ঘর পুড়ে গেছে। বুধবার রাত পৌনে আটটার দিকে এ আগুনের সুত্রপাত হলে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেন বস্তির লোকজন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন রাতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে খুলশী থানার রেলওয়ে আমরাবাগান এলাকার নালাপাড়া ছিন্নমূল বস্তিতে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তে আগুন চতুর দিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন চন্দনপুরা থেকে তিনটি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ততক্ষণে বস্তির ৫ লাইনের প্রায় ৮০ কক্ষে ঘর পুড়ে যায়। এতে ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৫০ লাখ টাকার সম্পদ রক্ষ করেছে ফায়ার সার্ভিস।
এদিকে বস্তির বাসিন্দা মুদি দোকানী আজগর দাবী করেন, আগুনে বস্তিত শতাধিক ঘর পুড়ে গেছে। এবং ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।