নাশকতার পাঁচ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে পাঁচ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রিজভী। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
সকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, রিজভীর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।