চট্টগ্রামে কার্ভাডভ্যানসহ ৯শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাবের একটি দল। এসময় ২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এডি (মিডিয়া) চন্দন দেবনাথ পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদের তারা জানতে পারেন মাদক ভর্তি একটি কাভার্ডভ্যান কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। এসময় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে উক্ত কাভার্ড ভ্যানটিকে ফেনী থেকে ধাওয়া করে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন হোটেল নিউ আমন্ত্রন এর ১০ গজ দক্ষিনে হাইওয়ে সংলগ্ন রাস্তার উপর আটক করে।
পরে উক্ত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট ১৮-২৪০৩) তল্লাশী করে ৮৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মোঃ সাইদুর (২৬) থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এবং মোঃ শাহীন মিয়া (২৩) থানা- লাঙ্গল কোর্ট, জেলা-কুমিল্লাদেরকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানায় র্যাব।