বান্দরবান রুমা উপজেলার রুমা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত বিভিন্ন দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ব্যবসায়িরা।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রুমা বাজারের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুন বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বান্দরবান সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট পুলিশ এবং স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকতা শরিফুল ইসলাম।
এদিকে দমকল বাহিনীর বান্দরবান ইউনিট অফিসার রনবির দাশ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্ঠায় রুমা উপজেলার লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা । প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদশন করেন রুমা বিজিবি,র জোন কমান্ডার লে: কর্ণেল রিয়াজ আহমেদ, সেনা জোন কমান্ডার গোলাম আরিফুল আলম,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ সদস্য জুয়েল বম। জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক রুমার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে।