লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ভোট বর্জন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আ ন ম শামসুল ইসলাম।
আগের রাতে ১২০ কেন্দ্র ব্যালটে সীল মেরে বাক্স ভর্তি, সকালে ৮০টি কেন্দ্রে এজেন্ট প্রবেশ করতে না দেয়া, এজেন্ট ও ভোটারদের গুলিবিদ্ধ করা, নৌকার সমর্থকদের প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ভোটারদের তাড়িয়ে দেয়া, ব্যাপক কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে।
ভোট গ্রহণের দুই ঘন্টা পরই ভোট বর্জনের ঘোষণা দেন প্রার্থী চীফ এজেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক।
দুপুর একটায় সাতকানিয়ায় এক সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ইতিহাসে ন্যাক্কারজনক একটি অধ্যায় রচিত হয়েছে আজ। কোনো সভ্য দেশে এ ধরনের ভোট ডাকাতি ও প্রকাশ্যে সরকারি দল ও আইনশৃংখলা বাহিনীর যৌথ নৈরাজ্য কল্পনা করা যায় না। স্বাধীনতা পরবর্তি সাতকানিয়া-লোহাগাড়ার ইতিহাসে এ ধরনের নির্বাচনের নামে প্রহসন আর হয়নি। আমরা কথিত এই ভোট বর্জন করলাম। একইসাথে অবিলম্বে পুন:তফশীল ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।