চট্টগ্রামের চন্দনাইশে বেসরকারী ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে হত্যার দায়ে আদালত এক ব্যক্তি মৃত্যুদ- এবং এক নারীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন।
আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত আসামিরা হলেন, হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। দুই আসামিরা বর্তমানে কারাগারে বন্দি আছেন।
সরকার পক্ষের আইনজীবি ও অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় দ-বিধির ৩০২/৩৪ ধারায় হুমায়ুন কবিরকে মৃত্যুদ- ও তার মা শামসুন্নাহার যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১০ জুন পূর্ব শত্রুতার জের ধরে চট্টগ্রামের চন্দনাইশ সদরে নিজ বাড়িতে বেসরকারী রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে কুপিয়ে হত্যা করে আসামিরা। নিহত মনির আহমেদ চৌধুরীকে চট্টগ্রামের আগ্রাবাদ শাখার কর্মকর্তা ছিলেন।
জানাগেছে, নিহত মনির আহমেদের সাথে দ-িত আসামীদের জায়গা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো
হত্যাকা-ের ঘটনার দিন রাতে নিহত মনির আহমেদ ছেলে তানভির ইবনে মনির বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন।
চন্দনাইশ থানা পুলিশ ২০০৬ সালের ১৯ এপ্রিল এ মামলার অভিযোগপত্র দাখিল করে। এর ২ বছর পর ২০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে এবং ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত দুই আসামীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।