ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিজেকেএস কোয়ালিটি জেলা দাবায় চ্যাম্পিয়ন মাইনুদ্দিন-রার্নাসআপ বকুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

SAM_4742 (2)
সিজেকেএস কোয়ালিটি আইসক্রীম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ এর  বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করছেন আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়ে সিজেকেএস কোয়ালিটি আইসক্রীম জেলা দাবা চ্যাম্পিয়নশীপ শুক্রবার বিকেল ৩টা থেকে ৭ রাউন্ডের সুইজ লীগ পদ্ধতির সমাপনি খেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।

সন্ধ্যায় ৭টায় প্রধান অতিথি সিটি মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মেয়র আ.জম নাছির উদ্দিন বিজয়ীদের মাঝে ট্রফি, সদপত্র ও নগদ প্রাইজমানি বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নাছির বলেন, জাতীয় পর্যায়ের বি-লীগে চট্রগ্রামের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আরো কঠোর প্রশিক্ষণ এবং চেষ্টা অব্যাহেত থাকতে হবেই।এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থা কে আরো উদ্যোগী হবার আহবান করেন।

SAM_4749 (2)
বিজয়ীদের মঝে অনুষ্ঠানের প্রধান অতিথি আ জ ম নাছির।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সিজেকেএস যুগ্ন সম্পাদক-আমিনুল ইসলাম আমিন, সাবেক সাঃ সম্পাদক-হাফিজুর রহমান, ফুটবল সম্পাদক-মোঃ ইউসুপ, সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা, সদস্য দিদারুল আলম চৌধুরী, কবি ও লেখক অ্যালেক্স আলিম, অহিদ সিরাজ স্বপন, মোঃ জাহিদ, দাবা কমিটির রেজাউর রহমান, রাকিবুল ইসলাম সাচ্ছু, আব্দুল আহাত ফরহাদ।

দাবা কমিটির সদস্য অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দাবা সম্পাদক ফিদে মাষ্টার মিসেস তনিমা পারভিন । এতে আরো উপস্থিত ছিলেন- দাবা খেলোয়াড় সমিতির যুগ্ন আহবায়ক এস.এম তারেক, জাহাঙ্গীর আলম, নাছির, কামরুল ।

এবারে জেলা দাবা চ্যাম্পিয়নশীপে শতাধিক খেলোয়াড়রা অংশ নিয়ে ৭ম রাউন্টে শেষে ৬ পয়েন্ট নিয়ে মোঃ মাইনুদ্দিন (বড় মঈন) অপরাজিত চ্যাম্পিয়ন, বকুল বড়ুয়া-রার্নাসআপ, মজিবুর রহমান ৩য়, শামসুল হক-৪র্থ, আবু রেজা-৫ম, কুতুব উদ্দিন-৬ষ্ট, সাইফুদ্দিন-৭ম, জাহিদ বিনতে সাজিদ-৮ম স্থান লাভ কর্ ে। উদিয়মান সেরা বালিকা-তাসমিনা হক রাহি, সেরা উদিয়মান বালক মেহেদী হাসান নওশাদ নিবার্চিত হোন।

বিজয়ীরা ট্রফি, সনদপত্র ও নগদ প্রাইজমানি লাভ করেন। পুরো প্রতিযোগিতার অ্যারবিটারের দায়িত্ব পালন করেন দাবা ফেডারেশেনের সহ-সভাপতি মোঃ তাহেরুল ইসলাম,সহকারী-তনিমা পারভিন, এস.আই মাসুম।

প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম অর্জন কারী ও (অনুর্ব্ধ ২০ বছর ১জন) সহ মোট ৬জন কে জাতীয় পর্যায়ের বি-লীগে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন বলে স্পন্সর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম জানান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print