চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির কর্মী সন্দেহে এক সাধারণ শিক্ষার্থীকে কুপিয়েছে ছাত্রলীগের ছেলেরা। গুরুত্বর আহত জাকির হোসেন নামে এ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুর পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের একাডেমিক ভবনের পাশে এ ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন মেরিন সায়েন্সে ইনস্টিটিউটের স্নাতোকত্তরের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্নাতোকত্তর বিভাগের ৪র্থ নম্বর পরীক্ষা শেষে বের হয় জাকির। এসময় খবর পেয়ে ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মীরা তাকে ইনস্টিটিউটের সামনে উপর্যুপরি কোপায়। এ সময় তাকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, গুরুতর অবস্থায় এক শিক্ষার্থীর পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
আহত জাকিরের বন্ধু চবি’র অপর ছাত্র রাহাত জানান, জাকির শিবির নয় কোন রাজনীতির সাথে জড়িক নয়।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, শিবির নেতা জাকিরের ক্যাম্পাসের প্রবেশের খবর পেলে ছাত্রলীগের কর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। সে নাশকতা মামলার আসামী ও বিজ্ঞান অনুষদের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা।