জামায়াত নেতা মীর কাসেম আলির ফাঁসির রায় বহালের প্রতিবাদ ও আগামী কালকের দেশব্যাপি হরতালের সমর্থনে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী । নগরীর বহদ্দার হাট এলাকায় মঙ্গলবার দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর চট্টগ্রামে হঠাৎ মাঠে দেখা গেল জামায়াত নেতাকর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি বেশীক্ষন স্থায়ী না হলেও মিছিলে অংশ গ্রহনকারী জামায়াত নেতাকর্মীদের সংখ্যা ছিল লক্ষ্যনীয়। মিছিল থেকে জামায়াত নেতা মীর কাসেম আলীর মুক্তি দাবী করে শ্লোগান দেয়া হয়। শ্লোগানে মীর কাসেম আলী জ্যুডিশিয়াল কিলিংয়ের শিকার বলেও দাবী করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াত নেতা মীর কাশেম আলীকে জুডিসিয়াল কিলিং করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও মুক্তির দাবীতে চট্টগ্রাম বহদ্দারহাট এলাকায় নগর জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াত ইসলামী বাকলিয়া ওয়ার্ড এর একটি মেইল আইডি থেকে ছবি ও লেখাটি পাঠানো হয়। তবে এতে কোন নেতার নাম উল্লেখ করা হয়নি।