চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের ডুবে রায়হান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গড়দুয়ারার ২ নং ওয়ার্ডের রহমানিয়া মাস্টার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান স্থানীয় রফিকের পুত্র।
জানা যায়, রায়হান দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ীর সামনে পুকুরের পানিতে বিকাল ৫টা ৩০মিনিটে তার লাশ ভেসে উঠলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সংবাদ কর্মী খােরেশদ আলম শিমুল খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
রায়হানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে হাটহাজারী কলেজের মেধাবী ছাত্র বলে স্থানীয়রা জানান।