ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে ‘জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় হামলা-ভাঙচুর ও মাদ্রাসা প্রধান মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীনের বর্বরোচিত হামলার প্রতিবাদে ৪ কিলোমিটার ব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়ে ১টা চলা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। মানববন্ধনটি ‘নাজিরহাট ঝংকার মোড় থেকে কুম্ভারপাড়া, বারৈয়ারহাট থেকে ফটিককিছড়ি সদর পর্যন্ত ৪ কিলোমিটার ব্যাপী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে যাত্রীদের দূর্ভোগে পড়ে।
মানবন্ধন শেষে বাদে জোহর থেকে ফটিকছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হবে প্রতিবাদ সমাবেশ করে। ফটিকছড়ি’র প্রায় শতাধিক কওমী মাদ্রাসা ছাত্র-শিক্ষক এবং তৎসংশ্লিষ্ট এলাকাবাসী এ কর্মসূচীতে অংশ নেন।
হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা ছলিম উল্লাহ ও নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ছালাহ উদ্দীন নানুপুরী উক্ত কর্মসূচীতে সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার বেলা বিকাল সাড়ে তিনটার দিকে ৭/৮টি চাঁদের গাড়ী (জিপ) যোগে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা উপজেলা দক্ষিন ফটিকছড়ি থেকেনাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত একটি সমাবেশে যাচ্ছিল। ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সমাবেশেটি অনুষ্ঠিত হয়। তাদের বহনকারী গাড়ী বহরটি নানুপুর-রোসাংগিরি সড়কের জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে জমিরিয়া মাদারাসার সামনে পৌছলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংর্ঘষ সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়।