বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামে বোয়ালখালীতে অভিযান চালিয়ে সোহেল আচার্য্য (৩২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহেল উপজেলার পশ্চিম শাকপুরা ধোপাপাড়ার বাদল আচার্য্যরে ছেলে।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পশ্চিম শাকপুরা ধোপাপাড়ায় ইয়াবা বিক্রির সময় সোহেলকে আটক করে তল্লাশী করলে তার কাছে ৯০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানিয়েছেন থানার সহকারী উপ-পরিদর্শক শামশুদ্দোহা রাসেল।
এ ব্যাপারে তিনি বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।