কুদ্দুছ বয়াতীর সেই হিপ হিপ রূপে ‘আসো মামা হে’ গানটির রেশ এখনো কাটেনি। সোমেশ্বর অলির লেখা গানটির সঙ্গীত পরিচালক হিসেবে আলোচনায় আসেন প্রীতম হাসান। কুদ্দুছ বয়াতীকে রকস্টার রূপে দারুণভাবে গ্রহণ করেছেন দর্শক-শ্রোতারা।
এবার লোক গানের জনপ্রিয় শিল্পী মমতাজকে দেখা গেল ভিন্ন রূপে। গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা ‘লোকাল বাস’ গানের সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ। প্রথমবার র্যাপ শোনা গেলো মমতাজের গানে।
এরই মধ্যে মমতাজের ‘লোকাল বাস’ অনলাইনে প্রশংসা কুড়িয়েছে। গানটির মিউজিক ভিডিওতে মডেলদের পাশাপাশি মমতাজও হাজির হয়েছেন। ‘লোকাল বাস’ গানটির ভিডিও ২ সেপ্টেম্বর রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। এটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।
অনলাইনে গানটির ভিডিও প্রকাশের পর দুই দিনে দুই লাখেরও বেশী মানুষ ভিডিওটি দেখেছে। গানটিতে মমতাজের পাশাপাশি সঙ্গীত পরিচালক প্রীতমকেও দেখা গেছে। অন্য মডেলরা হলেন— টয়া, অদিত, শাফায়েত ও সৌমিক।
গানের কথাগুলো এমন ‘বন্ধু তুই লোকাল বাস/ বন্ধু তুই লোকাল বাস/ আদর কইরা ঘরে তুইলা ঘার ধইরা নামাস’। এফডিসিতে গানটির চিত্রায়ন হয়েছে।