লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ১১টি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়ার নয় ইউনিয়নে গতকাল দিনভর এসব জানাজায় অংশ নেন জামায়াত শিবিরের নেতা কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।
যেসব এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো-লোহাগাড়া সদর, আমিরাবাদ, চরম্বা, আধুনগর, কলাউজান, পদুয়া, পুটিবিলা, বড়হাতিয়া ও চুনতী ইউনিয়ন।
উত্তর কলাউজান খাঁদাত খান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাদে জোহর এই গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, অনুষ্ঠিত জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রধানবৃন্দ, আলেম ওলামা, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মোনাজাতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।জানাজা বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।
এদিকে জেলার সাতকানিয়া বাশঁখালিসহ বিভিন্ন উপজেলা এবং নগরীর বাকলিয়া এলাকায় পৃথক পৃথক একাধিক জানাজা অনুষ্ঠিত হয়েছে।