Search
Close this search box.

লোহাগাড়ায় মীর কাসেম আলীর ১১টি গায়েবানা জানাজা

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
14194201_298832263825876_2046503121_n
লোহাগাড়া উপজেলার কলাউজানে জামায়াত নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত।

লোহাগাড়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ১১টি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  লোহাগাড়ার নয় ইউনিয়নে গতকাল দিনভর এসব জানাজায় অংশ নেন জামায়াত শিবিরের নেতা কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

যেসব এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো-লোহাগাড়া সদর, আমিরাবাদ, চরম্বা, আধুনগর, কলাউজান, পদুয়া, পুটিবিলা, বড়হাতিয়া ও চুনতী ইউনিয়ন।

উত্তর কলাউজান খাঁদাত খান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাদে জোহর এই গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে শত শত মুসল্লি অংশ গ্রহণ করেন।

14256450_1256636421035958_404942088_n-1
নগরীর বাঁকলিয়া এলাকায় মীর কাসেম আলী সামাজে জানাজা।

স্থানীয় সুত্রে জানাগেছে, অনুষ্ঠিত জানাজায় স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রধানবৃন্দ, আলেম ওলামা, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মোনাজাতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।জানাজা বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।

এদিকে জেলার সাতকানিয়া বাশঁখালিসহ বিভিন্ন উপজেলা এবং নগরীর বাকলিয়া এলাকায় পৃথক পৃথক একাধিক জানাজা অনুষ্ঠিত হয়েছে।

 

সারাদেশ

২৬ জুলা ২০২৪

নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা

রাজনীতি

২৫ জুলা ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)