চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেমু ট্রেনে কাটা পড়ে তন্নি দাশ (২৫) নামের এক তরুণীর নিহত হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে নগরীর ষোলশহর ২নং গেট কর্ণফূলী কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ষোলশহর রেলওয়ে পুলিশ উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা শহরগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় তন্নি দাশ। নিহত তন্নি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে নিহতের আর কোনো পরিচয় জানা যায়নি। তবে তার কাছে থাকা ব্যাগের ভেতরে পাওয়া মোবাইল নম্বারে যোগাযোগ করে নাম জানা গেছে।