অবশেষে মুক্তি পেলেন সাংবাদিক শফিক রেহমান। জামিনে মুক্তি পাওয়ার পর আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী তালেয়া রেহমান ও তার পরিবারের সদস্যরা।
ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসার জন্য তিনি বারডেম হাসপাতালে ভর্তি হবেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা’ পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সদস্যরা। ঐ সকাল ৮টার দিকে বাসা থেকে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পল্টন থানায় ২০১৫ সালে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পল্টন থানায় ২০১৫ সালে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।