বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও লুণ্ঠিত মালমাল উদ্ধার করে পুলিশ।
অতিরিক্তি পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের মো. কালু সওদাগরের ছেলে বশিরুল আলম (৪২), গত ৩ সেপ্টেম্বর সৌদিআরব থেকে দেশে আসেন। তিনি চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দর থেকে মাইক্রোবাস যোগে ৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চকোরিয়াস্থ নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ নামক স্থানে রাত সাড়ে ১১ টার সময় পিছন দিক থেকে সাদা রঙয়ের এক মাইক্রোবাস গতিরোধ করে।
মাইক্রোবাসে থাকা সশস্ত্র ৫/৬ জনের ডাকাত দল মাইক্রোবাসটি হাইজ্যাক করে রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলার শাকপুরা নুরুল হক ডিগ্রী কলেজের সামনে আরকান সড়কে বশিরুল আলমকে ও মাইক্রোবাসের চালককে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ১ কালো রং এর ব্রিফ কেইচ, দুইটি লাগেজ, স্কুল ব্যাগ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাড়ে ৫লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়।
তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে চট্টগ্রাম নগরে অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচলাইশ সুগন্ধা আবাসিক এলাকার কলাবাগান হাবিবের কলোনী থেকে হইতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নোয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে নূর উদ্দিন (২৫)কে গ্রেফতার ও দেশীয় তৈরী ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
এরপর তার স্বীকারোক্তি কক্সবাজার জেলার উকিয়া থানার হলুদীয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. হেলাল (২৯)কে গ্রেফতার করা হয়। বান্দরবান জেলা থেকে ডাকাতিতে ব্যবহৃত সাদা রংয়ের মাইক্রোবাস ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিংসাপুর গ্রামের মো. ইউনুছের ছেলে মো. শুক্কুর (২২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পিঙ্গুলিয়া গ্রামে শেখ শাহাজাহান শাহীনের ছেলে শেখ কামরুল হাসান প্র: কাজল (২৩), চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকার মো. আবদুল হাসেম এর ছেলে মো. ছাদেক রেজা (২৩) কে গ্রেফতর করা হয়।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্কুল ব্যাগটিও পাওয়া যায়। এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।