
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ইয়াবাবহনকারী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ইনানী লাবেলা রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে জিয়াউদ্দিন (২৭) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উখিয়া মনখালী এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। তিনি মোটর সাইকেল আরোহি ছিলেন।
বাকী দুইজনের মধ্যে একজন কাভার্ডভ্যান চালক এবং অপর নারী ইয়াবা ব্যবসায়ী বলে স্থানীয়দের ধারনা।
তবে এই দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যাযনি।
খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে।
দুর্ঘটনার শিকার গাড়ী থেকে তিন হাজার ইয়াবা ও এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, ইয়াবা বহনকারী কাভার্ডভ্যানটিকে দুইজন মোটর সাইকেল আরোহী ধাওয়া দিলে পালাতে চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি দেওয়ালে গিয়ে ধাক্কা দিলে ধাওয়াকারীদের একজনসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এলাকাবাসীর ধারণা, মোটর সাইকেল নিয়ে ধাওয়াকারীরা ইয়াবা পাচারের সাথে জড়িত। নিহত মোটর সাইকেল আরোহীর সুত্র ধরে তদন্ত করলে আসল রহস্য বের হবে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দুইটি ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হবে।