Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪ (ভিডিওসহ)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

gazipur-10-09-16-fire-at-1
প্রায় ৭ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভীতরে অনেক শ্রমিক এখনো আটকে রয়েছে বলে ধারণা এলাকাবাসীর।

গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনো ভবনের ভেতরে অনেকে আটকে পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

এ ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের ঢাকা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় কারখানার ৪ তলা একটি ভবন ধসে পড়েছে। হেলে পড়েছে পাশের একটি ৩ তলা ভবন। বেলা ১টার দিকে পাশের একটি ৬তলা ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

gazipur-10-09-16-fire-at-2
ফায়ার সার্ভিসের ২৩ টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের ২৩ টি ইউনিটের কর্মীরা।

শনিবার (১০ সেপ্টম্বর) ভোর ৬টার দিকে টাম্পাকো ফয়েলস নামের ঐ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভয়াবহ আগুন কারখানা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে।

ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা থেকে ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

টঙ্গীতে নিহতরা হলেন-সোলাইমান (৩০), হান্নান (৬২), ইদ্রিস (৪০), আল-মামুন (৪০), শংকর সরকার (২৫), জাহাঙ্গীর (৫০), সুবাস চন্দ্র (৪০), রফিকুল ইসলাম (২৮), রেদোয়ান (৩৫), জয়নুল (৩৬), আনোয়ার আলী (৩৫), আনিসুর রহমান (৪০), রাজেশ (২০) ও রাশেদ (২৭) ও আরও অজ্ঞাত পরিচয় ৫ জনের এর মরদেহ উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া ভবন ধসে নিহত টঙ্গীর আসমা বেগমের (২২) লাশ তার স্বামী সুমন বাড়িতে নিয়ে গেছেন।

gazipur-10-sep-16-ten-1
আহত ও নিহতদের দেখতে হাসপাতালে স্বজনদের ভীড়।

অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন- আনোয়ার হোসনে (৪০), ওয়াহিদুজ্জামান স্বপন (৩৫), দেলোয়ার হোসেন (৪০) ও তাহমিনা আক্তার (২০)। ঢামেক হাসপাতালে মোট ২৩ জনকে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজন। ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসাপাতাল ছেড়ে গেছেন।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পারভেজ হোসেন জানান, টঙ্গী হাসপাতালে ১৭ জনের লাশ আছে।

শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম,গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম বলেছেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট রায়হেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাছাড়া নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছেন।

screenshot_4
ভোরে আগুন লাগার পর তোলা ছবি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান নিশ্চিত করেছেন, সকাল ৬ টার দিকে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিষ্ফোরন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

টঙ্গী ৫০শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া আরও জানান, আগুনে দ্বগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকের।

গুরুতর আহত ফয়েল কারখানাটির শ্রমিক রুবেল জানান, তারা ভোরে কাজে যোগদানের পর পরই কারখানার বয়লার বিস্ফোরিত হয়। কারখানাটিতে প্লাষ্টিক পেপারে প্রিন্টিং কাজ করা হয় বলেও জানান তিনি। কারখানার তিন শতাধিক শ্রমিক ৩টি পালায় কাজ করে। সেই হিসেবে বলা যায় সকালে দুর্ঘটনার সময় কমপক্ষে শতাধিক শ্রমিক কর্মরত ছিলো।

https://www.youtube.com/watch?v=SBLAenJ-M2w

 

সর্বশেষ

সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়ঃ মির্জা ফখরুল

সাড়ে ২০ লাখ টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ চূড়ান্ত পর্যায়েঃ তাজুল ইসলাম

দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, সদলবলে ঘুরে বেড়াচ্ছেন পার্কে

চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি বিদেশী মুদ্রাসহ যাত্রী আটক

বেক্সিমকোর সব সম্পত্তি দেখভাল করতে রিসিভার নিয়োগের লিখিত আদেশ

অপরাধী হলেও যেন তাকে আইনের হাতে তুলে দেয়া হয়, ঢাবি-জাবির ঘটনা দুঃখজনকঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print