ঈদুল আজহার দিন বিকালে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।
সোমবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ঢাকায় ঈদের দিন দুপুর ১২টা পর্যন্ত হালকা বৃষ্টির ২০ শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে বিকালে হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা ৮০ শতাংশ।
আবহাওয়াবিদদের তথ্যমতে, এবার ‘ভালো’ আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবেন বাংলাদেশের মানুষ। তবে বিকালের পর কয়েক পশলা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের মুসলমানরা ঈদ উদযাপন করবেন।