![কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির আশঙ্কা erth20160914105954](https://i0.wp.com/paathok.news/assets/files/2016/09/Erth20160914105954.jpg?resize=800%2C417)
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০।
৩০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর তীব্র আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় রাজধানী বোগোটা থেকে ৪০০ কিলোমিটার দূরে মুতাতায় ভূমি থেকে ৭২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
মেইলার পারা, যিনি ভূমিকম্পের উৎপত্তিস্থল মুতাতার কাছাকাছি ছিলেন, বলেছেন, ‘ভূমিকম্পের সময় রাস্তায় ট্রাকগুলো কাঁপছিল। গাড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং সব লোক হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসে।’
![কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির আশঙ্কা colombiya](https://i0.wp.com/www.somoyerkonthosor.com/wp-content/uploads/2016/09/colombiya.jpg?resize=647%2C410)
স্থানীয় কয়েকজন জানান, ভূমিকম্পের সময় একটি ১৩ তলা ভবন ভয়ানকভাবে কেঁপে ওঠে।
কুখ্যাত কোকেন ব্যবসায়ী পাবলো এসকোবারের শহর মেডেলিনের সিটাডল সেভিয়াতে ভূমিকম্পের সময় চার শতাধিক লোককে তাদের বাসা থেকে দৌড়ে বাইরে বের হতে দেখা যায়।
ভূমিকম্পের ফলে স্থানীয় কর্তৃপক্ষ প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করছে এবং এ জন্য দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করেছে। গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উল্লেখ্য, ২০০৮ সালে কলম্বিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছিল।