ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রহস্যজনক নিখোঁজের পর অবশেষে বাড়ি ফিরেছেন বিএম কন্টেনারের ম্যানেজার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14331625_10201998746166582_223346115_n
পরিবারের সাথে অভিমান করে নিখোঁজ হন বিএম কন্টেইনারের ম্যানেজার ফজলুল হক চৌধুরী।

চট্টগ্রামে ৩ দিন ধরে রহস্যজনক নিখোঁজ থাকার পর বুধবার সন্ধায় বাড়ি ফিরে এসেছেন বেসরকারী আইসিডি বিএম কন্টেনার ডিপোর ম্যানেজার (প্রশাসন) ফজলুল কাদের চৌধুরী।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার রহমত উল্লাহ চৌধুরী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি শুনেছি আমার বড় ভাই ফিরে এসেছেন। তিনি বাঁশখালিতে আমাদের বাড়িতে রয়েছেন। আমি শহরে আছি। খবরটি জানান পর এখন বাড়ি যাচ্ছি।

শুনেছি তিনি আমাদের সাথে অভিমান করে কক্সবাজার চলে গিয়েছিলেন।

উল্লেখ্য ফজলুল কাদের চৌধুরী গত ১২ সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটায় সীতাকু্ণ্ডে শীতলপুরস্থ বিএম কন্টেনার ডিপো থেকে বাড়ি যাবার কথা বলে বের হন । সেখান থেকে নগরীর আকবর শাহ থানাধীন এ কে খান মোড়ে গাড়ি থেকে নামেন তিনি। বিকেল অনুমান সাড়ে চারটার পর থেকে তাঁর ব্যবহৃত দু’টি মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয় স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাঁর কোন খোঁজ পাননি। ফজলুল কাদের চৌধুরীর বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামে।

ফজলুল কাদের চৌধুরীর নিখোঁজ থাকার বিষয়ে বিএম কন্টেনার ডিপোর ডিজিএম মো. নুরুল আক্তার ১৩ সেপ্টেম্বর নগরীর আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর- ৫৭১ (তারিখ: ১৩.০৯.১৬)।

পরে র‌্যাব ও পুলিশকে বিষয়টি অবহিত করা হলে মোবাইল ট্যাকিংসহ তার সন্ধ্যানে অভিযানে নামে পুলিশ ও র‌্যাব।

এ অবস্থায় তিনি স্বেচ্ছায় বাঁশখালির নিজ বাড়িতে ফিরে আসেন।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print