কুমিল্লার লাকসামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দামুছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার বেলিয়াই গ্রামের শাহাব উদ্দিন (৪৫), আনোরুল কবির (৪০) ও তার তিন সন্তান রাইসা মোনতাছির (১২), রাইছা তাবাসুম (৭) শাহিন আল মোনতাছির (৩)। ঈদের ছুটি শেষে তারা ঢাকা ফিরছিল।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহাফুজ জানান, সকাল সাড়ে ৭টার দিকে নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে উপজেলার দামুছা এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এসময় তিনজন আহত হয়েছেন। আহতদের লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।