দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার সম্পন্ন হল রংপুরের সিংহ বাদশা’র সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভা’র বিয়ে। বেলা ১১টায় বিয়ের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হয়।
এ উপলক্ষে চিড়িয়াখানাকে সাজানো হয়েছে রং-বেরঙ্গে। এর মধ্যে দিয়ে তাদের নতুন জীবন শুরু হয়েছে এবং সিংহীনোভারদীর্ঘ ১১বছরের একাকিত্ব জীবন অবসান হয়েছে।
রংপুরের সিংহ বাদশা’র সঙ্গে চট্টগ্রামের সিংহী নোভা’র বিয়ের তোড়জোড় চলছিল অনেকদিন ধরেই। অবশেষে আজ ‘সাতপাকে’ বাঁধা পড়ছে তারা।
বিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এ ছাড়া চিড়িয়াখানার পৃষ্ঠপোষক, পরিচালনা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। তবে সাংবাদিকদের সংখ্যা ছিল বেশি।
বিয়ে উপলক্ষে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। এবং সে অনুযায়ী পূর্বে দাওয়াতপত্রও পৌঁছিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের কাছে। সেই দাওয়াতপত্রটি যেনো কোনো অংশেই মানুষের বিয়ের দাওয়াপত্রের চেয়ে কম ছিল না।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর বর হিসেবে রংপুর থেকে চট্টগ্রাম আনা হয়েছিল ‘বাদশা’কে। ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম বাদশাকে দুটি লোহার খাঁচায় পুরে ট্রাকে চড়িয়ে নিয়ে এসেছিলেন। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এবং দুটি সিংহ যাতে মারামারি না করে সে জন্য পৃথক খাঁচায় পাশাপাশি রাখা হয়। ভাব বিনিময়ের ১৬ দিনের প্রতিক্ষা শেষ হল আজ।