চট্টগ্রামে আনোয়ারা এলাকা থেকে ১০০ বস্তা বিদেশী মদ ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পার্কি বাজার এলাকা উপকূলিয় এলাকায় একটি ইঞ্জিন বোটে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের স্টাফ অফিসার (গোয়েন্দা) মো. ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। উদ্ধার করা মাদক গননা চলছে।