ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংর্ঘষে ৫ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f
দুর্ঘটনার পর দুইটি গাড়ি সড়কের পাশে পড়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বড়তাকিয়া বাজারের উত্তর পাশে মিরসরাই ফিলিং ষ্টেশনের সামনে শ্যামলী পরিবহণের যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হলেন চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজার সৈয়দুর রহমান (৫৫), শিক্ষার্থী তাওকি তাজাম্মুল সুষ্মিত (২৫), মোহাম্মদ আলী (৩০), সাহেদা পারভীন (২৮) ও মিজানুর রহমান (৫০)। নিহতদের মধ্যে তাওকী তাজাম্মুল সুষ্মিত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতদের মধ্যে বাস ও কর্ভাডভ্যানের দুই সহকারী রয়েছেন। অন্যরা শ্যামলী পরিবহণের বাসযাত্রী।

mirsarai-accident-photo-5
মীরসরাইয়ে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান ও শ্যামলী পরিবহণের বাস।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৬০০৬৫) বাস বড়তাকিয়া এলাকায় গেলে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান (নং যশোর ট ১১-৩৮৩৫) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী মারা যায়। পরে হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যায়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পর স্থানীয় বাসিন্দা ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের  সহযোগীতায় নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বেঁচে যাওয়া অন্য বাস যাত্রী ও  প্রত্যক্ষদর্শীরা জানায়, কভার্ডভ্যান চালক চোখে ঘুম নিয়ে ড্রাইবিং করায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্ভ্যার্ডভ্যানটি দূর থেকেই এলোমোলো চালাতে দেখে প্রত্যক্ষদর্শীরা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন দূর্ঘটনার একই কারন উল্লেখ করে জানান, নিহতদের লাশ উদ্ধারের জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। চাকায় পিষ্ট হওয়ায় বেশির ভাগ লাশের চেহারা অস্পষ্ট। দূর্ঘটনা কবলিত বিকল বাস ও মালবাহী কর্ভাডভ্যানটি ঘটনাস্থলের মহাসড়কের পাশে রয়েছে। তবে দূর্ঘটনা কবলিত যানবাহন দুটি সড়কের বাইরে ছিটকে পড়ায় মহাসড়কে যান চলাচলে কোন দরনের সমস্যা হচ্ছে না । লাশ হস্তান্তরের পর গাড়ি দুটি উদ্ধারের করা হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট উভয় চালক ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

ইরানে হামলা চালাতে পারবে না ইসরায়েলঃ সৌদি যুবরাজ

বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতামঃ ফারুকী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনায় সৌদিতে আরব-মুসলিম নেতারা

খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print