ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বড়তাকিয়া বাজারের উত্তর পাশে মিরসরাই ফিলিং ষ্টেশনের সামনে শ্যামলী পরিবহণের যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত হলেন চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজার সৈয়দুর রহমান (৫৫), শিক্ষার্থী তাওকি তাজাম্মুল সুষ্মিত (২৫), মোহাম্মদ আলী (৩০), সাহেদা পারভীন (২৮) ও মিজানুর রহমান (৫০)। নিহতদের মধ্যে তাওকী তাজাম্মুল সুষ্মিত চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতদের মধ্যে বাস ও কর্ভাডভ্যানের দুই সহকারী রয়েছেন। অন্যরা শ্যামলী পরিবহণের বাসযাত্রী।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী বাস (নং ঢাকা মেট্রো ব ১৪-৬০০৬৫) বাস বড়তাকিয়া এলাকায় গেলে বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান (নং যশোর ট ১১-৩৮৩৫) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী মারা যায়। পরে হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যায়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার পর স্থানীয় বাসিন্দা ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিটের সহযোগীতায় নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। মরদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
বেঁচে যাওয়া অন্য বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কভার্ডভ্যান চালক চোখে ঘুম নিয়ে ড্রাইবিং করায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্ভ্যার্ডভ্যানটি দূর থেকেই এলোমোলো চালাতে দেখে প্রত্যক্ষদর্শীরা।