চট্টগ্রাম মহানগরীর ষোলশহরে দুই নাম্বার গেইট এলাকায় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংর্ঘষে ২ নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে সিএমপি’র পাচঁলাইশ থানার এসআই মোমিন এ খবর নিশ্চিত করেছেন।
রেলের কন্ট্রোল রুম সুত্র জানায়, হাটহাজারী পাওয়ার ষ্টেশনের তেলের ট্যাঙ্কারের সাথে যাত্রীবাহি বিআরটিসি বাসের এ সংর্ঘষ হয়েছে। তবে অয়েল ট্যাঙ্কারটি খালি ছিল।
পাচঁলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, দুই নাম্বার গেইট রেল ক্রসিং এ বাস ও ট্রেনের সংর্ঘষে এক শিশুসহ ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। তবে ঘটনাস্থলে কোন লাশ দেখিনি। হয়তো মেডিকেলে নেয়ার পর মারা গেছে। এখনো উদ্ধার কাজ চলছে।