Search
Close this search box.

খাগড়াছড়িতে ৪৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

full_79446491_1445066683
সর্বত্র চলছে প্রতিমা তৈরীর কাজ।

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলায় এবার ৪৯টি পূজা মন্ডপে শ্রী শ্রী দুর্গোৎসব উদ্যাপিত হবে। জেলার পূজা মন্ডপগুলোতে এখন চলছে পূজার প্রস্তুতির পাশাপাশি প্রতিমা তৈরির কাজ। স্থানীয় প্রশাসন এবার বেশ আগেভাগেই পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় আয়োজন হয় তার জন্য জেলার সকল পূজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয় যোগাযোগ শুরু করেছে।

পূজা উৎসাহ ও উদ্দীপনাপূর্ণ আয়োজন যাতে নির্বিঘ্ন হয় তার জন্য নীতিমালা প্রনয়ন কল্পে আগামী ৩০ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা দ্বিবার্ষিক সভা আহ্বান করেছে। সাধারণ সভায় নতুন জেলা কমিটি গঠনের ও সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

images3
পূজাঁমণ্ডপে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদত তরুন কুমার ভট্টাচার্য্য জানান, জেলায় এবার ৪৪টি প্রতিমা পূজা, ৩টি স্থায়ী প্রতিমা পূজা ও ২টি ঘট পূজা। খাগড়াছড়ি জেলা সদরে হবে এবার সবচেয়ে বেশি পূজা। সদর উপজেলায় পূজার সংখ্যা ১৬টি।

খাগড়াছড়ি জেলা সদরের পূজা মন্ডপগুলো হচ্ছে, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, খাগড়াছড়ি বাজার{কেন্দ্রীয় পূজা মন্ডপ}, শ্রী শ্রী গীতা আশ্রম, শান্তিনগর , শ্রী শ্রী ভূবনেশ্বরী কালী মন্দির, আনন্দনগর, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, বাজার এলাকা, শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির, খাগড়াপুর, শ্রী শ্রী শালবন শ্যামা কালীমন্দির দুর্গা মন্ডপ, শ্রী শ্রী দুর্গাবাড়ী, ভাইবোনছড়া, শ্রী রাধাকৃষ্ণ মন্দির ,ভাইবোনছড়া, ৫ মাইল দুর্র্গাবাড়ী, দীঘিনালা সড়ক, ছোট গাছবান দুর্র্গাবাড়ী, খাগড়াছড়ি, ঠাকুরছড়া শিব মন্দির দুর্গা মন্ডপ, জোরমরম শিবমন্দির দুর্র্গা মন্ডপ, শ্রী শ্রী হরি মন্দির দুর্র্গা মন্ডপ, সিঙ্গিনালা, থানাচন্দ্র পাড়া দুর্র্গা মন্ডপ, তেঁতুলতলা, কমলছড়ি যাদুরাম পাড়া দুর্র্গা মন্ডপ, কমলছড়ি, শ্রী শ্রী কৈবল্যপীঠ পূজা মন্ডপ,(ঘটপূজা)।

মহালছড়ি উপজেলায় শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী, মহালছড়ি সদর, মাইসছড়ি জগন্নাথ মন্দির, মাইসছড়ি বাজার, পানছড়ি উপজেলায় ৮টি প্রতিমা পূজা ও ১টি ঘটপূজা হবে। সেগুলো হচ্ছে, পানছড়ি দেবালয় মন্দির, পানছড়ি বাজার, কুড়াদিয়াছড়া দুর্র্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ (কালী) মন্দির, লোগাং বাজার অষ্ঠ মঙ্গলা মন্দির (স্থায়ী প্রতিমা পূজা), বাউরাপাড়া দুর্র্গা মন্দির, লতিবান, বামবু পাড়া দুর্র্গা মন্দির, লতিবান, আদি ত্রিপুরা পাড়া দুর্গামন্ডপ, পানছড়ি সদর, লোগাং হেডম্যানপাড়া শিবমন্দির দুর্গামন্ডপ, পুজগাং বৈশাখ কুমার পাড়া দুর্গামন্ডপ (ঘটপূজা), দীঘিনালা উপজেলায় ৭টি প্রতিমা পূজা ১টি ঘট ও ঢালের প্রতিমা পূজা হবে।

gouripur1
শিল্পীর নিপুন তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন দেব দেবির মূর্তি।

এগুলো হচ্ছে,দীঘিনালা শিব মন্দির, দীঘিনালা বাজার, বোয়ালখালী নারায়ন মন্দির, বাবুছড়া রাধামাধব মন্দির, সুধীর মেম্বার (কুমুদ হেডম্যানপাড়া) পাড়া জগন্নাথ মন্দির, ৯ মাইল জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, রশিক নগর হরি মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব মন্দির, ছোট মেরুং ভূতাসেন পাড়া দুর্র্গামন্ডপ (ঘট ও ঢালের প্রতিমা পূজা), মাটিরাঙ্গা উপজেলায় মাটিরাঙ্গা কালী বাড়ী দুর্র্গা মন্ডপ, মাটিরাঙ্গা সদর, গোমতি কালীবাড়ী ও জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, বর্নাল ডাক বাংলা বাজার দুর্গা মন্দির, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া দুর্গা মন্দির, তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দির, গুইমারা উপজেলায় গুইমারা দার্জিলিং টিলা কালী মন্দির, গুইমারা ডাক্তার টিলা দুর্গা মন্দির, শ্রীশ্রী চন্ডী মন্দির দুর্গা মন্ডপ, গুইমারা বাজার (স্থায়ী প্রতিমা পূজা), রামগড় উপজেলায় শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালী মন্দির পূজা মন্ডপ, রামগড় বাজার শ্রী শ্রী বাসন্তী মন্দির, গর্জনতলী (স্থায়ী প্রতিমা ও ঘটপূজা), মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি রাজ শ্যামা কালী মন্দির দুর্গা মন্ডপ, তিনট্যহরী সার্বজনীন দুর্গামন্ডপ, মানিকছড়ি, দক্ষিণ এক সত্যা পাড়া দুর্গা মন্ডপ, মানিকছড়ি, লক্ষীছড়ি (১টি), লক্ষীছড়ি কালী মন্দির পুজামন্ডপ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী জানান,পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহন করছে। শারদীয় দুর্গোৎসব যাতে সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনায় আয়োজন যায়, তার জন্য জেলার সকল পূজা মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক সমন্বয় যোগাযোগ রাখছেন।

আন্তর্জাতিক

১৩ জুন ২০২৪

চলতি সপ্তাহের শেষের দিকে শুরু হতে যাচ্ছে মুসলিমদের সর্ববৃহৎ জমায়েত হজ। সৌদি কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে ১৫ লাখ বিদেশি তীর্থযাত্রী সারা

সারাদেশ

১২ জুন ২০২৪

কলকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের ফ্লাটটিতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যার ছবি পেয়েছে যমুনা নিউজ। একইসঙ্গে আনারের সঙ্গে কী

খেলাধুলা

১২ জুন ২০২৪

ব্যাটে-বলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বিশ্বকাপে টানা দুই ম্যাচে উইকেট ছুড়ে দিয়েছেন। বোলিংয়েও পাননি উইকেটের দেখা।