বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম চরণদ্বীপ শিকদার পাড়া থেকে ঝুলন্ত অবস্থায় ৮০বছরের বৃদ্ধ এজাহার মিয়া সওদাগরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৫ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়।
সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে থানার উপ-পরিদর্শক মো. আবুল খায়ের জানান, পাকা ঘরের পাশে সিলিংয়ের বেরিয়ে থাকা লোহার সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় এজাহার মিয়ার লাশ ঝুলে আছে। লাশটি উদ্ধারের প্রক্রিয়া করা হচ্ছে।
নিহত এজাহার মিয়া সওদাগর মধ্যম চরণদ্বীপ শিকদার পাড়ার মৃত নুর আহমদের ছেলে বলে জানা গেছে।