চট্টগ্রামে কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ দুই সহোদরকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবা গত রাতে নগরীর পুরাতন রেলষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই সহোদর হলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দক্ষিণ সুন্দরপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মাঃ শাহাদুল্লাহ (২১) ও মোঃ মামুন (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক কেশব চক্রবর্তী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই সহোদরকে প্রাথমীক জিজ্ঞাসাবাদে জানান, গাঁজাগুলো ট্রেনযোগে কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার উদ্দেশে আনা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।