চট্টগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে করা শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিইসি’র মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কাজেম আলীর স্কুলের নবম শ্রেণীর ছাত্র ইব্রাহিম আজাদ (১৫) ও একই শ্রেণির মুসলিম হাই স্কুলেল ওহি(১৬) রয়েছে। বাকিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
আন্দোলনত মুসলিম হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ হাসান বলেন,আমাদের শান্তিপূর্ণ মিছিলে কোনো কারণ ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। এসময় আমাদের পাঁচ সহপাঠী আহত হয়েছে।
খুলশি থানার ওসি নিজাম উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত নয় জানিয়ে বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার এলাকায় হয়নি। যদি ঘটেও থাকে আমি বিষয়টি জেনে পরে বলছি।