মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে সর্প দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুর নাম আব্দুল্ল্যাহ আল নোমান (৬)। সে মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামের নেছার উল্ল্যাহ মিয়া বাড়ির ওমান প্রবাসী আব্দুল মতিনের পুত্র।
আল নোমান মিরসরাই পৌরসদরের নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার নুরানী বিভাগে পড়াশোনা করতো। আব্দুল মতিনের ২ ছেলেমেয়ের মধ্যে আব্দুল্ল্যাহ আল নোমান বড়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাড়ির শিশুদের সাথে খেলাধূলা করার একপর্যায়ে একটি বিষাক্ত সর্প তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।
পরবর্তীতে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে তার পরিবার।
আগামী ৭ অক্টোবর পরিবারের সব সদস্যদের নিয়ে ওমানে পাড়ি দেওয়ার কথা ছিল ওমান প্রবাসী আব্দুল মতিনের।