ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়ি আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

sky-copy-%e0%a7%a7
সভাপতি পদে আগ্রহী বাম থেকে অাফতাফ উদ্দিন চৌধুরী চৌধুরী, এসএম সোলা্ইমান বিকম ও এসএম ফসিউদ্দৌল্লাজ।

প্রায় একযুগ পরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন আজ শনিবার। ফটিকছড়ি কলেজ মাঠে সকালে সমাবেশ, বিকালে ১৭ ইউনিয়ন, দু’ পৌরসভা ও চট্টগ্রাম উত্তর জেলাসহ ৪১৪ কাউন্সিলর ৬৭ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ভোটারা ভোট প্রদান করবে।

এ সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে আওয়ামী লীগের দলীয় পরিমন্ডলে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। হাটবাজার, গ্রাম-মহল্লাহ ইউনিয়নের অলিগলিতে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাটানো হয়েছে। তবে অতীতের বিভিন্ন ঋণাত্মক দিক বিবেচনায় নেতাকর্মীদের কারো কারো মধ্যে গণতান্ত্রিক উপায় না মেনে কমিটি চাপিয়ে দেওয়া হতে পারে মর্মের শঙ্কার সৃষ্টি হয়েছে। তবে তারা এমন কমিটি চায়না।

sky-copy-%e0%a7%a6%e0%a7%a8
সভাপতি পদে আগ্রহী মুজিবুল হক চৌধুরী। সাধারন সম্পাদক পদে আগ্রহী সাবেক আলোচিত ছাত্রনেতা এইচ এম আবু তৈয়ব ও নাজিম উদ্দিন মুহুরী।

নির্বাচনের মাধ্যমে নেতা তৈরি করে দলকে শক্তিশালী করতে চায় তারা। অনেক কাউন্সিলার দলের জেলা নেতৃবৃন্দের কাছে এমনটি প্রত্যাশা করবেন বলে জানিয়েছেন।

সূত্র জানায় গত ২০০৪ সালের ২৪ মার্চ উপজেলা বীর মুক্তিযোদ্ধা মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছিল। নানা কারণে যা দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে বর্তমান পর্যন্ত বহাল রয়েছে।

নেতাকর্মীদের দাবীর মুখে বিভিন্ন সময় নিয়ম মেনে দলের কাউন্সিল হওয়ার উদ্যোগ এসেও নানা কারণে তা ভেস্তে যায়। নিকট কয়েক বছর ধরে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন ও কাউন্সিল হওয়ার বিষয়ে দলীয় ভাবে গঠনতান্ত্রীক ঘোষণা আসলে রহস্যজনক প্রক্রিয়ায় তা বার বার পিছিয়ে গিয়ে সম্মেলনের বিষয়টি ঝুলে যায়।

বিভিন্ন সময় এভাবে আরো বহুবার উদ্যোগ নিয়েও সম্মেলন হয়নি বলে সূত্রের দাবী। তারিখ পেছনোর কারণে নেতাকর্মীদের মাঝে কমিটি গঠনের বিষয়ে এক প্রকার হতাশা চলে আসে।

এদিকে পদ ধরে সাবেক ছাত্রনেতা এইচএম আবু তৈয়ব ও নাজিম উদ্দিন মুহুরী অনেকটা মরিয়া। আফতাব উদ্দিন চৌধুরী, এসএস লোইমান বিকম, এসএম ফসিউদ্দৌল্লাহ ও মজিবুল হক চৌধুরী সভাপতি পদে ভোট যুদ্ধে নেমেছেন।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print