চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় টেম্পুর ধাক্কায় মোটর সা্কইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে বেসরকারী মোবাইল কোম্পানী রবি’র এক কর্মচারীর মৃতু হয়েছে।
নিহত মো.তৌফিক(২২) নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে বলে পুলিশ জানায়।
আজ রবিবার বিকাল ৩টার দিকে জাকির হোসেন রোড়ে এ দুর্ঘটনার পর সাড়ে ৩টার দিকে চমেক হাসপাতালে চট্টগ্রাম মেডিকেলে আনার পর তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, একে খান দিক থেকে মোটর সাইকেল যোগে নগরীতে দিকে আসার সময় বিপরীরমুখি একটি টেম্পু ধাক্কা দিলে তৌফিক গুরুত্বর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।