মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও ভারত শাসিত কাশ্মীরে একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে ভারতীয় একজন সীমান্ত রক্ষী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার একটি সেনা ঘাঁটিতে হামলাকারীরা রবিবার গ্রেনেড ও গুলি ছুড়ে হামলা চালায়।এরপর হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়।
বিবিসির খবরে বলা হয়, বারামুল্লার এই সেনা ক্যাম্পটি সেনাবাহিনীর কাউন্টার-ইনসারজেন্সির একটি স্থানীয় হেডকোয়ার্টার হিসেবে পরিচিত।
ভারতের পক্ষ থেকে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখা পার হয়ে জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট আক্রমণ চালানোর দাবি করার তিনদিন পর এই হামলার ঘটনা ঘটল।যদিও পাকিস্তান সে দাবি অস্বীকার করেছিল।
এই বারামুল্লাহ জেলারই উরি সেনা ছাউনিতে গত ১৮ই সেপ্টেম্বর হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হন।
এরপর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।