Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিএসসিআরের কাণ্ড: জীবিত শিশুকে মৃত ঘোষণা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cscr
সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম।

চিকিৎসক দম্পতির জীবিত নবজাতকে মৃত ঘোষণা করে ডেথ সাটিফিকেট দিয়ে পেকেটে ভরার অভিযোগ উঠেছে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। সোমবার রাতে মহানগরীর প্রর্বত্তক মোড়ে অবস্থিত বেসরকারি হাসপাতাল সিএসসিআরের এঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত একটায় সিএসসিআর হাসপাতালে ডা. রিদওয়ানা কাউসার তুষারে বাচ্ছা প্রসব হয়। জন্মগ্রহণ করার দুই ঘন্টার মধ্যে বাচ্ছাটিকে মৃত ঘোষনা করে ডেথ সাটিফিকেট দেয় হাসপাতল কর্তৃপক্ষ। মৃত্যু সনদ দিয়ে একটি প্যাকেটে করে ওই নবজাতককে দেয়া হয় মা ডা.রিদওয়ানা কাউসার তুষারের কাছে। প্যাকেট খুলে বাচ্চার মুখ দেখতেই বিস্মিত তিনি। তিনি দেখতে পান বাচ্ছা নাড়াচড়া করছে । বিষয়টি দ্রুত হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের জানান। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন। বললেন বাচ্চা নড়াচড়া করছে না গায়ের মাংস নড়ছে।

এই অবস্থায় ডা.রিদওয়ানা কাউসার তুষার নিজেই বাচ্চাকে নিয়ে গেলেন চাইল্ড কেয়ার হাসপাতালে। হাসপাতালের ওয়ার্মারে দেওয়ার পর শরীর স্বাভাবিক হলো। তারপর সেখান থেকে নগরীর ম্যাক্স হাসপাতালে ওই বাচ্চাকে ভর্তি করা হয়েছে।

cscr-bg120161004114434
জীবিত শিশুকে দেয়া সিএসসিআরের ডেথ সার্টিফিকেট।

ডা.রিদওয়ানা কাউসার সাংবাদিকদের বলেন, ডাক্তারের নির্দেশে এনআইসিইউতে নেওয়ার দুইঘণ্টা পর মৃত্যু সনদ দিয়ে একটি প্যাকেটে ভরে বাচ্চাকে ক্যাবিনে দিয়ে যায়। যেহেতু আমি নিজেও ডাক্তার তাই ট্যাপ দিয়ে মোড়ানো প্যাকেটটি খুলে দেখতে চাইলাম। কিন্তু হাসপাতালের দায়িত্বরত লোকজন আমাকে বাধা দিলেন। তারপরও আমি জোর করে প্যাকেট খুলে দেখি বাচ্চা নড়াচড়া করছে।

আমি আবারও এনআইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য বললে সেখানে দায়িত্বরত ব্যক্তি বললেন, বাচ্চা মৃত। আমি বললাম, বাচ্চা নড়াচড়া করছে। তিনি বলেন, বাচ্চা না। শরীরের মাংস নড়ছে। আমি বললাম, পরীক্ষা করে দেখুন। কিন্তু তিনি পরীক্ষা করতে অস্বীকৃতি জানান।

এ ব্যাপারে সিএসসিআর মেডিক্যাল অফিসার তানভির জাফরের সাথে কথা বলার চেষ্টা হলে তিনি সংবাদিক শুনে ফোন কেটে দেন।

সর্বশেষ

আজকের নামাজের সময়সূচি

ডেঙ্গু হলে কী করবেন, যেসব কাজ এড়িয়ে যাবেন

চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ২

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বেড়েছে ৩,১৪৯ টাকা

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ড. ইউনূস ও জো বাইডেন

প্রতিশোধ নেবো না বলেছি, কিন্তু নির্দিষ্ট অপরাধের শাস্তি পেতেই হবঃ জামায়াত আমির

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print