কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়ার ঘোনা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ প্রকাশ মজিদ বলিকে (৭৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে বাটাখালী ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আব্দুল মজিদের ছেলে মিজান জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তার বাবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।