পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। তখন যেমন কোন সাম্প্রদায়িকতা ছিল না তেমনি ভাবে বর্তমানে ও দেশের বেশির ভাগ মানুষের মধ্যে কোন সাম্প্রদায়িক মনোভাব নেই। মুষ্টিমেয় কিছু লোক ব্যক্তি স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার বিকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দূর্গা যেমন অশুভ শক্তিকে বিনাশ করতে মর্ত্যে এসেছিলেন, শুভ শক্তির আবির্ভাব করতে। তার সে আদর্শ অনুসরণ করে পরিবার,সমাজ, জাতি ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর।
সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাটহাজারী পৌরসভার ফটিকা সার্বজনীন পুজা মন্ডপে বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাটহাজারী শাখার সভাপতি চবির সহকারি অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথ। অনুষ্ঠানে উদ্বোধন করেন শ্রী শ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিস, সহকারি কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সরদার, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্যপরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ডা: গৌবিন্দ প্রসাদ মহাজন, উপজেলা আওয়ামীলিগের যুগ্ন সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী মানিক,সংগঠনের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু, যুগ্ন সম্পাদক উদয় সেন, হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর, উত্তর জেলা পুজা পরিষদের সভাপতি অমৃত লাল দে, সংগঠনের প্রধান পৃষ্টপোষক মানিক কুমার নাথ, সদর ইউপি সাবেক চেয়ারম্যান আলী আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মন্ত্রীর একান্ত সচিব সৈয়দ মন্জুরুল আলম মন্জু।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ এর সঞ্চালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন নিকু শীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা,বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সম্পাদক,প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অজয় সেন, তপন কান্তি পাল, আশীষ দে,ডা: অসিম দাশ গুপ্ত,সাংবাদিক উজ্জ্বল নাথ,জন্মাষ্টমী পরিষদ হাটহাজারী পৌরসভার সভাপতি এ সাধারণ সম্পাদক ডা: জগদীশ চক্রবর্তী,ছোটন দাশ, অমর সেন,অজয় সেন,রুদ্র আচার্য্য,টিটন ঘোষ,বিজয় দে প্রমুখ । মন্ত্রী উপজেলার আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপের দুঃস্থ সনাতনী সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেন।