চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর এলাকায় শ্যামলী পরিবহনের বাস চাপায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই থানার এস আই বোরহান উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭ টায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন মিরসরাই পৌর সদর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনপথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয় এবং দুইজন গুরুতর আহত হয়েছে।
আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।