চট্টগ্রাম নগরীতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক একদিনে ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ৯৮টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ০৬টি, তন্মধ্যে সিএনজি আটক ০২টি।
বৃধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এঅভিযান চালানো হয়।
এছাড়াও বিগত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জিআর ০৪ জন, সিআর ১২ জন আসামী রয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ লিটার মদ ও ০১ কেজি গাঁজা, ১৪০টি অশ্লীল সিডি ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিড়িয়া) আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।