আগামী ৮ ডিসেম্বর হতে ১৩ ডিসেম্বর ’১৬ পর্যন্ত নগরীর জি.ই.সি কনভেনশন সেন্টারে ৮ম চট্টগ্রাম ফার্ণিচার মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফার্ণিচার শিল্প মালিক সমিতি, চট্টগ্রাম বিভাগ উদ্রোগে প্রতিবছরের মত এবারো এ মেলার আয়োজন করা হচ্ছে।
মেলার সকল কার্যক্রমকে সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করার জন্য সনাম ধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চিটাগাং ইভেন্টসকে ৩য় বারের মত দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে চিটাগাং ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুক্তিপত্রে চিটাগাং ইভেন্টস এর পক্ষে কোম্পানির চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন এবং ফার্ণিচার মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ এর পক্ষে সমিতির সভাপতি সৈয়দ এ.এস.এম. নুর উদ্দিন ও ৮ম মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এতে আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এম. নাসের, সহ-সভাপতি ছৈয়দ আই.এম. ইফতেখার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-ইকবাল। চিটাগাং ইভেন্টস এর পক্ষে থেকে উপস্থিত ছিলেন চীফ ইভেন্ট কো-অডিনেটর মোঃ মনুজুরুল ইসলাম রায়হান, ইভেন্ট এক্সিকিউটিব অভি, মেহেদী হাসান ও জাহিদ। চুক্তিস্বাক্ষর পরে মেলার সার্বিক সফলতা কামনা করে মোনাজাত করা হয়।