
ফেনীর তেমুহনীতে ফেনী-মাইজদি সড়কে ডাকাতিকালে ১০ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, শুক্রবার ভোরে ফেনী-মাইজদি সড়কের তেমুহনীতে বাস, মাইক্রো ও সিএনজি অটো থামিয়ে গণডাকাতি করছিল ডাকাতরা। এক পর্যায়ে ডাকাতের হামলায় আহতরা শোর-চিৎকার শুরু করলে স্থানীয় মসজিদের মাইকে প্রচার করা হয়।
এতে এলাকার হাজার হাজার জনতা আট ডাকাতকে পাকড়াও করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। সকাল ১১টার দিকে তেমুহনীর ইছহাক মিয়ার বাড়ির রুহুল আমিনের পরিবারকে জিম্মি করে অবস্থানকালে আরো দুই ডাকাতকে অস্ত্রসহ আটক করা হয়।
ফেনী মডেল থানা পুলিশ ওই ১০ ডাকাতকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে।