
নিহত তিনজন হলেন- শুভ (১৮), রোহিত (১৭) ও রফিক (১৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পিকআপভ্যানের সব আরোহীর বাড়ি ঢাকায়। পুলিশ জানায়, ভোরের দিকে ঢাকার মাওয়া থেকে বেশ কিছু যাত্রী নিয়ে রওনা দেয়। পথে উপজেলার নিমতলীর কলাবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সব যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনজন মারা যান। বাকিদের ভর্তি করা হয়েছে। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।