ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দিনভর টানা বর্ষণ, পাহাড় ধ্বসের আশঙ্কায় মাইকিং (ভিডিও)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীতে বৃহস্পতিবার দিনভর টানা ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশঙ্কা দেখায় দেয়ায় ঝুঁকি পূর্ণভাবে পাহাড়ে বসবাসরত জনগণকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ জন্য সতর্কবার্তা জানিয়ে পাহাড়ী এলাকায় মাইকিং করেছে জেলা প্রশাসন।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে মহানগরীর সংশ্লিষ্ট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গণের সমন্বয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসা থেকেও নিয়মিত মাইকিং করা হচ্ছে। নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খোলা হয়েছে ১৫ টি আশ্রয়কেন্দ্র।

কাট্টলী সার্কেলের অধীন পাহাড়তলী, ফয়েজ লেক, আকবর শাহ, কৈবল্যধাম, খুলশী জালালাবাদ, চন্দ্রনগর এলাকায় নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে।

১.পি ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২.ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয়, ৩. বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা, ৪.পাহাড়তলি গার্লস স্কুল এন্ড কলেজ, ৫. চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ, ৬.খুলশী জালালাবাদ বাজার সংলগ্ন শেড, আগ্রাবাদ সার্কেলের অধীন নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। ৭.লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়:(লালখান বাজার), ৮.শহীদ নগর উচ্চ বিদ্যালয়:(লালখান বাজার), ৯. ওয়াই ডব্লিউ সি এ(YWCA) (পোড়া কলোনীর মুখে), ১০. শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় (গরীব উল্লাহ হাউজিং সোসাইটি) ১১. মতিঝর্ণা ইউসেফ স্কুল (একে খান পাহাড়)।

চান্দগাও সার্কেলাধীন আমিন জুট মিলস সংলগ্ন পাহাড়, ভেড়া ফকিরের পাহাড়, ট্যাংকির পাহাড় এলাকার জন্য নিম্নোক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছেঃ রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, বাকলিয়া সার্কেলাধীন মতিঝর্ণা, বাটালি হিলস্থ ঝুঁকিপূর্ণ জায়গায় নিম্নোক্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছেঃ শহিদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় (লাল খান বাজার) ১৩. লালখান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৪: এবাদ উল্লাহ পন্ডিত প্রাথমিক বিদ্যালয় এনায়েত বাজার, ১৫ কলিম উল্লাহ মাষ্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় এনায়েত বাজার।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।

.

পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা সেখ ফরিদ আহমেদ জানান, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো বাতাসের সাথে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় বাতাস দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে বইতে পারে। যা অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া আকারে ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দর ও কর্ণফূলী নদীতে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

আগামী নির্বাচনে বডি ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার

চুয়েটে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print