ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ছিনতাই ও কিশোর গ্যাং ঠেকাতে লাগানো হচ্ছে আরও এক হাজার সিসিটিভি ক্যামেরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ছিনতাই আর কিশোর গ্যাং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরাকে হাতিয়ার হিসেবে নিয়েছে মহানগর পুলিশ (সিএমপি)। ছিনতাইপ্রবণ এবং কিশোর গ্যাংয়ের আড্ডার জন্য চিহ্নিত পয়েন্টগুলোতে লাগানো হচ্ছে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা। তবে নজরদারি এড়াতে কিশোর গ্যাংগ চিহ্নিত এলাকা এড়িয়ে চলছে বলে জানিয়েছে এলাকাবাসী।

সম্প্রতি নগরীর রহমতগঞ্জ এলাকায় একজনকে ছুরিকাঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দল। কিন্তু ওই সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেফতার করা হয় নারীসহ ছিনতাইকারী দলের সদস্যদের।

রহমতগঞ্জের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ছিনতাইপ্রবণ স্পট হিসেবে চিহ্নিত নগরীর আন্দরকিল্লার মোড় থেকে দেওয়ান বাজার হয়ে চন্দনপুরা পুরো এলাকা আসছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, শুধু নগরীর কোতোয়ালি থানায় বসছে এক হাজার ক্যামেরা। থাকছে আইপি ক্যামেরাও, যার মাধ্যমে থানা অফিসে বসে মোবাইল মাধ্যমে তদারকি করবেন তারা।

তবে অপরাধ দমনের পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে সফলতা পেয়েছে বাকলিয়া এলাকার স্থানীয়রা। পুলিশের নির্দেশনায় তারাও নিজ নিজ এলাকায় ক্যামেরা লাগিয়ে নিজেদের সুরক্ষিত করছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের স্পটগুলো চিহ্নিত করে সেসব এলাকায় ক্যামেরাগুলো লাগানো হচ্ছে। এরই মধ্যে স্থানীয়রাও নিজ উদ্যোগে ক্যামেরা স্থাপন করছেন। এতে অপরাধপ্রবণতাও কমে গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি পদ্ধতিতে সিসিটিভি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আইপি ক্যামেরা হওয়ায় কর্মকর্তারা মোবাইল ফোনেও দেখছেন এলাকার দৃশ্য।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার এস এম মেহেদী হাসান জানান, মোবাইল ফোনের মাধ্যমে তদারকি করার সুযোগ থাকায়, যখন যার চোখে কোথাও কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়ছে কিংবা অতিরিক্ত আড্ডাবাজি দৃশ্য দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে ফোর্স পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রথম পর্যায়ে নগরীর কোতোয়ালি, চকবাজার, সদরঘাট এবং বাকলিয়া এলাকায় ১ হাজার ক্যামেরা স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এখন পর্যন্ত সাড়ে তিনশ’ ক্যামেরা সক্রিয় করা হয়েছে। আর এসব ক্যামেরার মাধ্যমে অন্তত ১০টি অপরাধের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। সুত্র: সময় টিভি অনলাইন

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print