
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্যকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দগাঁও থানার খাজা রোড়ের মো. রিয়াজুল আলমের ছেলে মো. সাইমন আলম চৌধুরী প্রকাশ সাঈদ (২৬) ও রাঙ্গুনিয়া উপজেলার ভোমরা এলাকার নুরুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২৭)।
চট্টগ্রামের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী বিভিন্ন উস্কানিমূলক লিফলেট বিতরণ ও সংরক্ষণে রাখার দায়ে আইনের ১০ ও ১৩ ধারায় ২ বছর করে মোট চার বছর করে দুই জঙ্গি সদস্যকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন। বিচার চলাকালে আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচাররক আজ এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামীকে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর চান্দগাঁও থানার বসুন্দরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে জঙ্গি তৎপরতার অভিযোগে দুই আটক করা হয়। এ ঘটনায় তখন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল বড়ুয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন। পরবর্তীতে এ মামলায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে বিচারক তা আমলে নেন এবং তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।